ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে আইসোলেশনে থাকা ৫ জন করোনায় আক্রান্ত নন

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১৫:১৭

ঠাকুরগাঁওয়ে আইসোলেশনে থাকা ৫ জন করোনায় আক্রান্ত নন

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত আসা ঠাকুরগাঁওয়ের একই পরিবারের ৫ জনের মধ্যে কারো শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়নি। সবার রিপোর্টই নেগেটিভ। অর্থাৎ তাদের করোনা সংক্রমণ ঘটেনি।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন। সেই সাথে ভেলাজান এলাকায় যে সব পরিবারকে হোম-কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো সেই আদেশ তুলে নেয়া হয়েছে।

তিনি জানান, তাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ওই ৫জন পুরোপুরি সুস্থ হলে বাড়িতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান থেকে খবর আসে একই পরিবারের পাঁচজন জ্বর-শ্বাসকষ্টে অসুস্থ হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। করোনা ইউনিটে ভর্তি হওয়া পাঁচ রোগীর নমুনা সংগ্রহ শেষে রোববার রাতে তাদের ফেরত পাঠানো হয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত