ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ায় ২০০ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১৬:০৫

কুষ্টিয়ায় ২০০ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন ২শ পরিবারের মাঝে এসএসসি ৯৭ ব্যাচের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সাবান, আলু, পেঁয়াজ, মুড়ি।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসএসসি ৯৭ ব্যাচের মিরপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দারের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, প্রেসক্লাবের সহ-সভাপতি কাঞ্চন কুমার হালদার, এসএসসি ৯৭ ব্যাচের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল বিন সাদিক রাব্বী, যুগ্ম- সাধারণ সম্পাদক জয়শ্রী পাল, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সদস্য আরিফুল ইসলাম সুমন, নাসির উদ্দিন, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহবায়ক হুমায়ূন কবীর হিমু, উপজেলা শ্রমিক লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম হীরা, সাংবাদিক আলম মন্ডল, জাহিদ হাসান প্রমুখ।

লিংকন বিশ্বাস বলেন, করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। অসহায় মানুষদের প্রতি সমাজের ধনী ব্যক্তিদের সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে।

এসএসসি ৯৭ ব্যাচের মিরপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জোয়ার্দার জানান, করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের মধ্যে আমাদের এ খাদ্য সামগ্রী বিতরণ।

এসময় তারা ২ শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। সেই সাথে আরো ৩ শতাধিক মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত