ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাটে

আইসোলেশনে থাকা ৩ জন করোনা আক্রান্ত নয়

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১৯:৪০

আইসোলেশনে থাকা ৩ জন করোনা আক্রান্ত নয়

জয়পুরহাটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)’র আইসোলোশনে ভর্তি হওয়া তিন রোগীর নমুনা পরীক্ষা করে কোন জীবাণু পায়নি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কর্তৃপক্ষ।

সিভিল সার্জনকে দেওয়া এক মেইলে এই বার্তা নিশ্চিত করেছেন আইইডিসিআরের কর্তৃপক্ষ। বিষয়টি মুঠোফোনে বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন জয়পুরহাট সিভিল সার্জন সেলিম মিঞা।

মঙ্গলবার বিকেলে জয়পুরহাট সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা জানান, করোনায় আক্রান্ত সন্দেহে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা ওই তিন রোগীর নমুনা শনিবার আইইডিসিআর এ পাঠানো হয়।

তাদের জ্বর, সর্দি-কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্ট ছিল। তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আইইডিসিআর কর্তৃপক্ষ তাদের মধ্যে করোনার কোন সংক্রমণ পায়নি বলে মেইলে এই বার্তা পাঠিয়েছেন।

এদিকে এখন পর্যন্ত জয়পুরহাট জেলা জুড়ে মোট ৩২২ জনকে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্য থেকে ১৬২ জনকে রিলিজ দেওয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত