ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

বিএসএমএমইউ চিকিৎসক করোনায় আক্রান্ত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ২১:১১  
আপডেট :
 ৩১ মার্চ ২০২০, ২১:৪৪

বিএসএমএমইউ চিকিৎসক করোনায় আক্রান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালটির গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চিকিৎসক।

মঙ্গলবার রাতে বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তাকে কোন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা আমি জানি না। এর বাইরে আর তেমন কোনো তথ্য আমার জানা নেই।

এদিকে দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনসহ মোট ৫১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ভাইরাসটি থেকে নতুন করে ৬ জনসহ মোট ২৫ জন সুস্থ হয়েছেন।

সকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত ১৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা নেওয়া হয়। সেখান থেকে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে এক জনের বয়স ৫৭ বছর। তিনি সৌদি থেকে এসেছেন। দ্বিতীয় জনের বয়স ৫৫ বছর। তারা দুই জনই পুরুষ এবং তাদের দুই জনের শরীরে ডায়াবেটিস ছিল। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্য থেকে ৬ জন করোনা মুক্ত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। এনিয়ে মোট ২৫ সুস্থ হয়েছেন।

আইইডিসিআর পরিচালক বলেন, এখন পর্যন্ত মোট আইসোলেশনে আছেন ৭৫ জন। প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে আছেন ৩৮ জন। করোনাভাইরাসের পরীক্ষা আমরা বাড়িয়েছি। সন্দেহ হলেই প্রত্যেকের পরীক্ষা করতে চাই। আমরা চাই না রোগটি ছড়িয়ে পড়ুক।

করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে আইইডিসিআর পরিচালক বলেন, কাশি শিষ্টাচার মেনে চলুন। ঘরের বাইরে যাবেন না। বার বার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন।

নতুন করে কারও মৃত্যুর তথ্য না আসেনি। মৃতের মোট সংখ্যা ৫ জনই আছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত