ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য দিচ্ছেন জেলা প্রশাসক

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১৮:০৮

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য দিচ্ছেন জেলা প্রশাসক

করোনা মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাতের বেলায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ঝালকাঠির জেলা প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তারা।

মঙ্গলবার দিবাগত রাতে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি ও কলেজ মোড় এলাকার কর্মহীন বেদে সম্প্রদায়ের ৭০টি পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

এছাড়া জেলার ৪টি উপজেলা নির্বাহী কর্মকর্তারাও বিভিন্ন এলাকায় গিয়ে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে খদ্যাসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

রাতে হঠাৎ জেলা প্রশাসকের উপস্থিতি ও খাদ্যসামগ্রী পেয়ে খুশি হন বেদে সম্প্রদায়ের মানুষ। ত্রাণসামগ্রী বিতরণে সময় জেলা প্রশাসক কর্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মোহাম্মদ হাসান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, করোনাভাইরাসের প্রভাবের কারণে নিম্ন আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। আমরা সরকারের পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছি। এ কর্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত