ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

জাটকা নিধন: মেঘনায় ২৬ জেলে আটক

  চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ২০:১৮

জাটকা নিধন: মেঘনায় ২৬ জেলে আটক

চাঁদপুরের হাইমচরস্থ মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা নিধন করার অপরাধে ২৬ জেলেকে আটক করেছে টাস্কফোর্স।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত হাইমচর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করে। আটক জেলেদের বাড়ি ভোলা, শরীয়তপুর, মুন্সিগঞ্জ জেলা এবং চাঁদপুর জেলার হাইমচর ও মতলব উত্তর উপজেলায়।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জেলেদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা নিধন করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাইমচর উপজেলার মেঘনা নদী এলাকার গাজীপুর, মাঝির বাজার ও কাটাখালি বরাবার মেঘনা নদী থেকে ২৬ জেলেকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও আনুমানিক ৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেয়া হয়েছে, অপরাধ অনুযায়ী মৎস্য আইনে সাজা প্রদান করবেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত