ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন রাষ্ট্রপতিপুত্র তুহিন

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ২৩:২৮

পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন রাষ্ট্রপতিপুত্র তুহিন

কিশোরগঞ্জ জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটিকে পিপিইসহ ২৭৬২ পিস স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদ তুহিন।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে এসব পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন তিনি।

পরে স্বাস্থ্য সুরক্ষার কাজে ব্যবহৃত এসব সামগ্রী জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।

এ ব্যাপারে কথা হলে রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদ তুহিন জানান, তিনি এ দূর্যোগময় পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির পাশে দাঁড়িয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক প্রমূখ।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত