ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

নোয়াখালীতে

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

  নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১৬:৩৫  
আপডেট :
 ০৩ এপ্রিল ২০২০, ১৬:৩৮

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এনায়েত উল্যাহ বাপ্পী (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। ঘটনায় দুই মোটরসাইকেলের আরও তিন আরোহী আহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের বৈরাগী বাস্তার মাথার চরজব্বর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত এনায়েত উল্যাহ বাপ্পী চরবজলুল করিম গ্রামের নূর আহম্মদের ছেলে।

আহতরা হচ্ছেন, চরবজলুল করিম গ্রামের নিজাম উদ্দিন (১৭), চরজুবলী এলাকার আরাফাত হোসেন (৩৮) ও একই এলাকার মোস্তাক আহম্মেদ (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাপ্পী ও নিজাম চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিল। পথে তাদের মোটরসাইকেলটি চরজব্বর ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত