ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

দেশে করোনায় মারা যাওয়া সবাই ষাটোর্ধ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১৮:১২  
আপডেট :
 ০৩ এপ্রিল ২০২০, ১৮:১৪

দেশে করোনায় মারা যাওয়া সবাই ষাটোর্ধ
প্রতীকী ছবি

দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয় জনের বয়সে ছিলো ৬০ এর উপরে। আর এর মধ্যে চার জন পুরুষ ছিলেন পুরুষ বাকি দু’জন মহিলা।

শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো পাঁচজন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬১ জন হলো।

আর বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত ৫৬ জনের তালিকা পর্যালাচনা করে দেখা গেছে মাত্র ১৬ জন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন আর ৪০ জন তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আক্রান্ত ১৬ জনের মধ্যে ছয় জন ইতালি ফেরত, তিন জন যুক্তরাষ্ট্র ফেরত আর দুই জন সৌদি আরব ফেরত। আর একজন করে জার্মানি, বাহরাইন, ভারত, কুয়েত ও ফ্রান্স থেকে দেশে ফেরা।

বাংলাদেশ জার্নালে আরো পড়তে পারেন:

> করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর আগে যা বললেন চিকিৎসক

> করোনাভাইরাস: নাগরিকরা প্রত্যেকে পাবেন ১২ শ ডলার​

> চাকরি হারিয়ে বাড়িভাড়া দিতে পারছে না লাখ লাখ মানুষ

> বিদেশী নাগরিকদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

> কিছুদিনের মধ্যে করোনায় আক্রান্ত হবে ১০ লাখ মানুষ

> করোনার মধ্যেও এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের​

> প্রাথমিক শিক্ষকদের টিফিন ফি যাবে ‘করোনা ফান্ডে’​

> যে ৭ রোগ থাকলে করোনা হলে আপনার ঝুঁকি বেশি​

> করোনার সচেতনতায় এমনটা কেউ করেননি আগে​

> চট্টগ্রামে ছাপা পত্রিকার বিক্রি কমেছে ৯০ শতাংশ​

> দেশ লকডাউন হলেও মসজিদ বন্ধ করা যাবে না

> পিপিই ছাড়া চিকিৎসা দেয়ার নির্দেশনা স্থগিত

> করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

> খুব দ্রুত করোনার ‘ওষুধ’ আনছে জাপান​

> করোনাভাইরাস নিয়ে গুজব ও বাস্তবতা​

> ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত​

> লকডাউনে ঘরে সুস্থ থাকার উপায়​

> চা পানেই করোনা থেকে মুক্তি!

> বিশ্বের ২০০ দেশে করোনা​

> কাশি দিলেই শাস্তি

> দেশে দেশে মাস্ক​

আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর বলেন, ‘মূলত যারা বিদেশ থেকে এসেছেন বা সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে তাদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে। বিশেষ করে যারা তাদের সংস্পর্শে এসেছেন। যেমন, একটি পরিবারে আমরা ছয় জনকে করোনা পজিটিভ পেয়েছি।’

সরকারের দেয়া তথ্য মতে, আক্রান্তদের বয়স হিসাব করে দেখা গেছে যে সবচেয়ে বেশি ১৪ জন আক্রান্ত হয়েছে যাদের বয়স ৩১-৪০ বছরের মধ্যে। তারপরেই রয়েছে যাদের বয়স ৪১-৫০ বছরের মধ্যে।

করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৩২ জনের কোনো মৃত্যু ঝুঁকি ছিলো না।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> করোনা ‘জয়ে’ সুখবর​

> করোনায় যাদের ‘পৌষমাস’​

> করোনায় বাড়িতে যা করবেন

> করোনায় দেড় মাসের শিশুর মৃত্যু​

> মাস্ক নিয়ে পশ্চিমাদের ভিন্ন ভাবনা​

> ঘরে বসেই করোনার ঝুঁকি পরীক্ষা​

> যে দুই ফল ঠেকাবে করোনাভাইরাস

> গরমে কী করোনাভাইরাস ধ্বংস হবে​

> করোনা পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে​

> বিশ্বের ১০ দেশে ৮১ ভাগ করোনা রোগী​

> করোনায় সুন্দরবনের কপালে কী আছে!​

> করোনা ঠেকাতে তালপাতার মাস্ক ব্যবহার

> করোনায় প্রাথমিকে ‘বার্তা’ দিবে মন্ত্রণালয়

> কোনো ধরনের জনসমাগম নয়: প্রধানমন্ত্রী

> করোনায় চিকিৎসক যুগলের অন্যন্য দৃষ্টান্ত​

> করোনা একটি যুদ্ধ, আমাদের জিততে হবে

> করোনার ভ্যাকসিন তৈরির পথে অস্ট্রেলিয়া​

> লকডাউন না মানলে গুলি করে হত্যার নির্দেশ

> করোনাভাইরাস: সাত উপায়ে থামবে ভুল তথ্য​

> মাছ বিক্রেতা নারীই বিশ্বের প্রথম করোনা রোগী!​

> পুলিশের লাঠিপেটা হয়রানি, বিভিন্ন মহলে ক্ষোভ​

> প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল এআইবিএল​

> ঢাকার রাস্তা নিয়ন্ত্রণ করবে পুলিশ, সাথে সেনাবাহিনী

> করোনা চিকিৎসায় আশার আলো দেখছেন চিকিৎসকরা​

> রাজধানীর যেসব হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা

  • সর্বশেষ
  • পঠিত