ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

জ্বর-কাশি-শ্বাসকষ্ট নিয়ে রিকশাচালক আইসোলেশনে

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১৮:২০

জ্বর-কাশি-শ্বাসকষ্ট নিয়ে রিকশাচালক আইসোলেশনে

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসা এক ব্যক্তিকে করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। পেশায় রিকশাচালক ওই ব্যক্তির বয়স ৪৫ বছর। তিনি পরিবারসহ কুষ্টিয়া শহরের চরথানাপাড়া এলাকায় বাস করেন।

শুক্রবার বেলা ১২টার দিকে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান, শুক্রবার বেলা ১২টার দিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনে জানান, এক মাস আগে থেকে জ্বরে ভুগছিলেন তিনি। গত তিনদিন ধরে সর্দি, কাশি শুরু হয়। বৃহস্পতিবার থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট বাড়ে। এ তথ্য জানার পর অসুস্থ্য ব্যক্তিকে আইসোলেশনে নেওয়া হয়।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত