ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

বেশি দামে পণ্য বিক্রি, ১১১ প্রতিষ্ঠানকে জরিমানা

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২০, ১৭:২৭

বেশি দামে পণ্য বিক্রি, ১১১ প্রতিষ্ঠানকে জরিমানা

অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে লালমনিরহাটের ৫ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে ১১১টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর নিশ্চিত এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসকে পুঁজি করে গুজব ছড়িয়ে শুক্রবার ও শনিবার ব্যবসায়ীরা বেশি মূল্যে নিত্যপণ্য বিক্রি করতে শুরু করেছে- এমন খবর পেয়ে লালমনিরহাটের ৫ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাট-বাজারে অভিযান চালায়। কয়েকটি বাজারে নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় যৌথবাহিনীর অভিযানে ৮ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন বাজারে সেনাবাহিনী ও পুলিশ সদস্যেদের সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়েসহ ১১১টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, করোনাভাইরাসকে পুঁজি করে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। তাছাড়া ভোক্তারা অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত