ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

শেরপুরে

মা ও ছেলের নমুনা পরীক্ষায় করোনার অস্তিত্ব মেলেনি

  শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২০, ১৮:৪৫

মা ও ছেলের নমুনা পরীক্ষায় করোনার অস্তিত্ব মেলেনি

শেরপুরের নকলায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মা ও ছেলের নমুনা সংগ্রহের পর তা পরীক্ষায় তদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

শনিবার দুপুরে ডিসি শেরপুর ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। ওই স্ট্যাটাসে লেখা হয় শেরপুর জেলার নকলা উপজেলায় করোনা সন্দেহে মাসুদ এবং তার মা সুফিয়া বেগম এর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস এর অস্তিত্ব পাওয়া যায় নাই।

এদিকে আশপাশের দুইটি বাড়ির লকডাউন তুলে নেয়া হয়েছে। এরপর থেকে এলাকায় করোনা আতঙ্ক কমতে শুরু করে।

উপজেলা স্বাস্থ বিভাগ জানায়, করোনা আক্রান্ত সন্দেহ করা ছেলে মাসুদ ৬দিন আগে ঢাকা থেকে বাড়ি ফিরে। তার সর্দি, জ্বর ও গলা ব্যাথার উপসর্গ ছিল। ২ এপ্রিল তার মাও অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসন ধনাকুশা গ্রামে মা ও ছেলের অবস্থান করা বাড়িটিসহ আরো একটি বাড়ি লকডাউন করার ঘোষণা দেয়। এছাড়া বাড়ির অন্যান্য বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়। পরে আইইডিসিআরের নির্দেশনায় একটি মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত