ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

গেটে 'লে-অফ', আন্দোলনে শ্রমিকরা

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ১৪:৫৮

গেটে 'লে-অফ', আন্দোলনে শ্রমিকরা

বেতন না দি‌য়ে 'লে-অফ' করার অ‌ভি‌যো‌গে এবং পাওনা বেত‌নের দাবিতে ব‌রিশাল সোনারগাঁও টেক্সটাইল মিলে ভেত‌রে অবস্থান নেয় শ্র‌মিকরা। প‌রে পু‌লি‌শের আশ্বা‌সে দেড় ঘন্টা পর আ‌ন্দোলন থে‌কে ফি‌রে য‌য়ি তারা।

রোববার সকাল সা‌ড়ে ৯টায় নগরীর রূপাতলী এলাকায় সোনারগাঁও টেক্সটাইল মিলের সাম‌নে জ‌রো হয় শ্র‌মিকরা।

তারা জানান, গে‌টে লে অ‌ফের বিজ্ঞ‌প্তি দেখ‌তে পান। পাওনা প‌রি‌শোধ না ক‌রে লেঅফ দেখার বিষয়‌টি দ্রুত ছ‌ড়ি‌য়ে প‌ড়ে শ্র‌মিক‌দের ম‌ধ্যে। অল্প সম‌য়ের ম‌ধ্যে ক‌য়েক‌শো শ্র‌মিক সেখা‌নে জড়ো হন। জ‌রো হ‌য়ে বি‌ক্ষোভ কর‌তে থা‌কে। এক পর্যা‌য়ে পু‌লিশ আস‌লে শ্র‌মিকরা মি‌ল কম্পাউ‌ন্ডে প্র‌বেশ ক‌রে। এরপর পু‌লিশ তা‌দের সামা‌জিক দূরত্ব বজায় রাখার তা‌গিদ দেন।

শ্র‌মিকরা আ‌রো জনানা, কা‌রেও ৩, কা‌রেও ৪ মা‌সের বেতন বন্ধ র‌য়ে‌ছে। এ অবস্থায় লে-অ‌ফের ঘটনায় উ‌দ্বিগ্ন তারা। দ্রুত পাওনা প‌রি‌শো‌ধের দাবি জা‌নি‌য়ে‌ছেন শ্র‌মিকরা।

তারা আরা জানান, ক‌রোনাভাইরাস সংক্রমণ প্র‌তি‌রো‌ধে সরকা‌রের দেয়া নি‌র্দেশ অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু এর মা‌ঝেই কর্তৃপক্ষ লে-অফ ঘোষণা ক‌রে‌ছে। কোতোয়ালী পু‌লি‌শের ও‌সি নুরুল ‍ইসলাম মু‌ঠো‌ফো‌নে মিল কর্তৃপ‌ক্ষের স‌ঙ্গে কথা ব‌লেন। কর্তৃপক্ষ পর্যায়ক্র‌মে বেতন প‌রি‌শো‌ধের আশ্বাস দি‌লে শ্র‌মিকরা ফি‌রে যায়। ত‌বে মা‌লিকপ‌ক্ষের কেউ কারখানায় আ‌সেন‌নি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত