ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

কুকুর-বিড়ালসহ অভুক্ত প্রাণীদের খাওয়াচ্ছে রাসিক

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ২১:১৩

কুকুর-বিড়ালসহ অভুক্ত প্রাণীদের খাওয়াচ্ছে রাসিক

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশে কুকুর, বিড়ালসহ অভুক্ত প্রাণীগুলোকে খাবার খাওয়ানো শুরু করেছে সংশ্লিষ্টরা।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে কুকুরকে খাবার খাওয়ানো শুরু হয়। খাওয়ানোর তদারকির দায়িত্বে আছেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু।

তিনি জানান, করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে মহানগরজুড়ে নেই মানুষের কোলাহল। দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট সবকিছু বন্ধ। এতে করে খাদ্য সংকটে পড়েছে বেওয়ারিশ কুকুর ও বিড়াল। এমতাবস্থায় প্রাণীগুলোকে খাবার খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন।

তিনি বলেন, মহানগরীর সাগরপাড়া, বেলদারপাড়া, দোসরমন্ডলের মোড়, রাজশাহী রেলওয়ে স্টেশন, ভদ্রা, তালাইমারি, সাধুর মোড়, মোন্নাফের মোড়, কাজলাসহ নগরীর অন্যান্য এলাকায় পাউরুটি ও বিভিন্ন প্রকার বিস্কুট ও কেক তাদের খাওয়ানো হয়।

মিশু জানান, মেয়র নিদের্শের পরিপ্রেক্ষিতে প্রাণীগুলোকে খাওয়ানো হয়। এভাবে প্রতিদিন মহানগর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রাণীগুলোকে খাবার খাওয়ানো হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত