ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

সিলেটেও করোনার হানা, চিকিৎসক আক্রান্ত

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ২১:৪৯

সিলেটেও করোনার হানা, চিকিৎসক আক্রান্ত

এবার সিলেটে এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পজিটিভ রিপোর্টের মাধ্যমে সিলেটে এই প্রথম হানা দিলো করোনাভাইরাস। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

তিনি বলেন, এখন রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে ঢাকা থেকে আমাদেরকে ফোনে জানানো হয়েছে সিলেটে এ চিকিৎসকের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, গতকাল শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পাঠানো হয়। আজ রোববার তারা আমাদেরকে জানায় যে, রিপোর্ট পজিটিভ। তবে কিভাবে তিনি আক্রান্ত হয়েছেন, তা এখনও নিশ্চিত না হলেও প্রবাসীদের সংস্পর্শে যাওয়ার হিষ্ট্রি রয়েছে। তার শারীরীক অবস্থা খুব বেশি খারাপ না হওয়ায় তিনি নিজের বাসাতেই কোয়ারেন্টাইনে থাকবেন।

তিনি বলেন, আপাতত বাসাটি লকডাউন করা হয়েছে। পরবর্তীতে আর কি করা যায়, জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

এর আগে গত দু'দিনে সিলেটে করোনা সন্দেহে আরো সর্বশেষ ১৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হলেও পরীক্ষা করে কারও মাঝে পজিটিভ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকা ছাড়াও আরো ১০ জেলায় করোনা রোগী শনাক্ত হলেও সিলেটে এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হল।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত