ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

করোনার মধ্যেই আবহাওয়া অফিসের ভয়াবহ দুঃসংবাদ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ০৮:১৮

করোনার মধ্যেই আবহাওয়া অফিসের ভয়াবহ দুঃসংবাদ

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৬৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে প্রায় ১৩ লাখ। বাংলাদেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। করোনা আতঙ্কে স্বভাবত কারণেই সবাই তটস্থ। এর মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে ভয়াবহ দুঃসংবাদ।

রোববার রাতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে পশ্চিমাঞ্চলে ১টি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা) এবং অন্যত্র ১ থেকে ২ টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি তাপমাত্রা)/মাঝারী (৩৮-৪০ ডিগ্রি তাপমাত্রা) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বর্তমানে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ মাসে দেশের উত্তর, উত্তর -পশ্চিম ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি /তীব্র কালবৈশাখি ঝড় এবং দেশের অন্যত্র চার থেকে ছয় দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বজ্রঝড় দেখা দিচ্ছে।

অন্যদিকে এপ্রিলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া কৃষি আবহাওয়ায় এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার হবে এবং গড় উজ্জ্বল সূর্য কিরণ কাল থাকবে ৭ থেকে ৮ ঘণ্টা।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত