ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

নারায়ণগঞ্জে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ১৬:০৬

নারায়ণগঞ্জে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

কোনো হাসপাতালে চিকিৎসা না পেয়ে নারায়ণগঞ্জের দেওভোগে করোনা উপসর্গ জ্বর, ঠাণ্ডা, কাশি নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ২টার পর সিভিল সার্জনের টিম শহরের পাইকপাড় কবরস্থানে ওই যুবকের নমুনা সংগ্রহ করতে গেছে।

এর আগে সোমবার দিবাগত রাত ১২টায় খায়রুল আলম হিরু নামে ওই যুবকের মৃত্যু হয়।

খায়রুল আলম হিরু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগ এলাকার বাসিন্দা। তিনি একজন গিটারিস্ট ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, গত ১০ দিন করোনার উপসর্গ ঠাণ্ডা, জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে ভুগলেও কোথাও চিকিৎসা নিতে পারেনি ওই যুবক। তাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও কোথাও ভর্তি করতে পারেননি তারা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তফা আলী জানান, করোনা উপসর্গ নিয়ে সোমবার রাত ১২টায় খায়রুল আলম হিরু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় তার লাশ বাড়িতে পরে ছিল। পরে এলাকাবাসী সিটি করপোরেশনকে খবর দেয়। সিটি করপোরেশনের মেডিক্যাল টিম লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করে। পরে দুপুর ২টার পর সিভিল সার্জনের টিম শহরের পাইকপাড় কবরস্থানে ওই যুবকের নমুনা সংগ্রহ করতে যায়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াহ আহমেদ জানান, লাশ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়নে দাফন করা হয়েছে। দুপুরে সিটি করপোরেশনের মেডিক্যাল টিম ওই মৃতদেহের নমুনা সংগ্রহ করতে গেছে।

  • সর্বশেষ
  • পঠিত