ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে

নির্দেশ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ১৭:০৩

নির্দেশ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব না মানা, দোকান খোলা রাখা ও সড়কে যানবাহন চালানোর দায়ে ৬০টি মামলা দায়ের মাধ্যমে এক লক্ষ ৫ হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকাল থেকে রাত পযর্ন্ত গোপালগঞ্জর পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপালগঞ্জের ৫ উপজেলার বিভিন্ন স্থানে ১৫টি দলের সম্বনয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সামাজিক দূরত্ব না মানা, দোকান খোলা রাখা ও সড়কে যানবাহন চালানোর দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গোপালগঞ্জ সদরে ৯টি আদালতের মাধ্যমে ২৫ হাজার ৩’শত টাকা, কাশিয়ানী উপজেলায় ২টি আদালতের মাধ্যমে ৪৩ হাজার টাকা, কোটালীপাড়া উপজেলায় ২টি আদালতের মাধ্যমে ২৮ হাজার একশ টাকা, টুঙ্গিপাড়া উপজেলায় একটি আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা ও মুকসুদপুর উপজেলায় একটি আদালতের মাধ্যমে ৪ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

এতে ৬০টি মামলা দায়ের মাধম্যে এক লক্ষ ৫ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত