ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

কিশোরগঞ্জে

আইসোলেশনে থাকা রিকশাচালকের মৃত্যু

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ২০:২২  
আপডেট :
 ০৭ এপ্রিল ২০২০, ২০:৩০

আইসোলেশনে থাকা রিকশাচালকের মৃত্যু

কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে শ্বাসকষ্টে আমরু মিয়া (৫১) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় করোনা সন্দেহে নিহতের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার সকালে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। আমরু মিয়া উপজেলার দিলালপুর ইউনিয়নের তাতালচর গ্রামের সবুর মিয়ার ছেলে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমরু মিয়া দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। গতকাল সোমবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায় তার পরিবারের লোকজন। পরে তার অবস্থা অবনতি হলে সেখানের আইসোলেশনে রাখা হয়। মঙ্গলবার সকালে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার দুপুরে এ বিষয় কথা হলে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন, ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তিনি মারা যান। তার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে এবং তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত