ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

চকরিয়ায়

চোরাবালিতে আটকে দুই স্কুল ছাত্রীর মৃত্যু

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ২০:৩৫  
আপডেট :
 ০৭ এপ্রিল ২০২০, ২০:৪১

চোরাবালিতে আটকে দুই স্কুল ছাত্রীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের লুটনী এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে চোরাবালুতে আটকা পড়ে দুই স্কুল ছাত্রী মারা গেছে।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো কাকারা লুটনী এলাকার আবদুল মুনাফের মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী ইয়াছমিন আক্তার ইজমা(১৪) ও শামশুল আলমের মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী আসমাউল হুসনা মুন্নি(১১)। তাদের পারিবারের সদস্যরা জানিয়েছেন তারা আপন মামাতো ফুফাতো বোন।

কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শওকত ওসমান জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে তারা চার স্কুল ছাত্রী মাতামুহুরী নদীর লুটনী পয়েন্টে গোসল করতে নামে। গোসল করতে নামার কিছুক্ষণের মধ্যে ইয়াছমিন ও আসমাউল হুসনা নদীতে তলিয়ে যায়। এসময় অপর দুই স্কুল ছাত্রী খবর দিলে এলাকাবাসী গিয়ে বেলা আড়াইটার দিকে দুইজনের লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান নদী থেকে বালু উত্তোলনের কারণে নদী ক্ষতবিক্ষত হয়ে গেছে। সেখানকার চোরাবালিতে আটকা পড়ে এই দুই স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দিন মাগরিবের নামাজের পর তাদের দুইজনের এক সাথে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত