ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

‘ওবায়দুল কাদের করোনায় আক্রান্ত’, গুজব রটিয়ে যুবক গ্রেপ্তার

  খুলনা প্রতিনিধি

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ১৩:২৪

‘ওবায়দুল কাদের করোনায় আক্রান্ত’, গুজব রটিয়ে যুবক গ্রেপ্তার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত- ইউটিউবে এমন গুজব ছড়ানোর অভিযোগে খুলনার বাগমারা থেকে রুহুল আমিন (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রুহুল আমিন বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর এলাকার নজরুল ইসলামের ছেলে।

কেএমপির মুখপাত্র পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গ্রেপ্তারকৃত রুহুল আমিন তার নিজের ইউটিউব ওয়ালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত মর্মে ভিডিও ধারণ করে তা ছেড়ে দেয়। এটি সম্পূর্ণ বিভ্রান্তকর ও উস্কানিমূলক।

বর্তমানে মহামারি রুপে ধারণ করা করোনাভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত