ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

একজনের মৃত্যু, ১৬ বাড়ি লকডাউন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ১৮:১৪

একজনের মৃত্যু, ১৬ বাড়ি লকডাউন
ফাইল ছবি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ১৬ বাড়ি লকডাউন করা হয়েছে। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম।

তিনি জানান, বাগধা ইউনিয়নের বাগধা গ্রামে ৩৫ বছরের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে তিনি করোনা রোগী হতে পারেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, পাশাপাশি দাফনও নিয়মানুযায়ী করা হচ্ছে।

‘পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে আগাম সতর্কতা হিসেবে মৃত ব্যক্তির বাড়িসহ আমরা ১৬ বাড়িকে পুরোপুরি লকডাউনের আওতায় এনেছি।’

লকডাউনের আওতায় থাকা বাড়িগুলোর খাবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হবে। এসব বাড়ির কোনো লোক ঘর হতে বের না হওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের ৩৫ বছরের ওই ব্যক্তি একটি যাত্রীবাহী পরিবহনের সুপারভাইজার ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত