ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

কাজিপুরে ৬ ইউনিয়ন লকডাউন

  সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ১৯:৫২

কাজিপুরে ৬ ইউনিয়ন লকডাউন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী।

তিনি জানান, লকডাউন ঘোষণা করা কাজিপুর উপজেলার ইউনিয়নগুলো হলো- চর গিরিশ, মনসুরনগর, তেকানি, নিশ্চিন্তপুর, নাতুয়ারপাড়া ও সোনামুখি।

ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী জানান, জামালপু ও বগুড়া জেলার ধনুট উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ কারণে সিরাজগঞ্জের কাজিপুর ও জামালপুরের সীমান্তবর্তী ওই ছয়টি ইউনিয়ন লকডাউন করা হয়েছে।

অপরদিকে, বগুড়ার ধনুট উপজেলার সীমান্তবর্তী সোনামুখি ইউনিয়নকেও লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ইউনিয়নে প্রবেশ ও বর্হিগমন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ড. ফারুক আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত