ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

দেশের সব শপিং মল ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ১৯:৩৪  
আপডেট :
 ১০ এপ্রিল ২০২০, ২০:৫০

দেশের সব শপিং মল ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা
প্রতীকী ছবি

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

শুক্রবার ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরিফুর রহমান টিপু বলেন, ‘সমিতির সভাপতি তৌফিক এহেসানের সম্মতিক্রমে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল বানিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিলো, তার সময়সীমা বর্ধিত করে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী দোকান বন্ধ রাখতে সকলের কাছে আহ্বান জানাচ্ছি। পরবর্তীতে সরকার যদি কোন নির্দেশনা দেন, তবে সেই নির্দেশনাও কার্যকর হবে।’

তিনি বলেন, ‘এই মহামারির সঙ্কটময় সময়ে সবাইকে ধৈর্য্য ধারণ এবং সকল দোকান মালিক, ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষকে এই বন্ধের সময়ে দূর্ঘটনা এড়াতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন, ওয়াসা ও ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ বন্ধ এবং ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করছি।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত