ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ইজিবাইকচালক হত্যার চারদিন পর ২ আসামি গ্রেপ্তার

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ২০:০০

ইজিবাইকচালক হত্যার চারদিন পর ২ আসামি গ্রেপ্তার

দিনাজপুর সদরের চাঞ্চল্যকর ইজিবাইক চালক শহিদুল ইসলাম (৩০) হত্যার ৪ দিন পর ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক দুইজন নিজেদের দোষ স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে দিনাজপুর কোতয়ালী থানার তদন্তকারী কর্মকর্তা ও পরিদর্শক তদন্ত বজলুর রশিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত দুইজন হলেন, দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়ন এর সোনাহার পাডার আকবর আলীর ছেলে জুলফিকার আলম (২৩) ও একই ইউনিয়নের ওমরপাইল গ্রামের মমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪)।

তিনি জানান, শহিদুল ইসলামের ইজিবাইকের ৪ ব্যাটারি ২০ হাজার টাকায় অন্য এক লোকের কাছে বিক্রির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আটককৃত দুইজন নিজেদের দোষ স্বীকার করে ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মামলার অপর আসামি পলাতক রয়েছে।

উল্লেখ্য, গত রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টায় দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী নামক স্থানে ধান ক্ষেত থেকে দিনাজপুর সদরের শহিদুল ইসলাম (৩০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইজিবাইক চালক শহিদুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের বনতারা গ্রামের সিপাহী মোল্লার ছেলে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত