ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

এবার পঞ্চগড় লকডাউন ঘোষণা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২০, ০৯:৩৫

এবার পঞ্চগড় লকডাউন ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পঞ্চগড় জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ লকডাউন কার্যকর হবে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘোষণা দেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় ও সুরক্ষার প্রয়োজনে পঞ্চগড়কে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে এ লকডাউন কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। ফলে এ জেলায় কেউ প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমণ করতে পারবে না। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা সংশ্লিষ্ট, খাদ্যদ্রব্য, কৃষিপণ্য, সেচ সরঞ্জাম ও জ্বালানি তেল বহনের গাড়ি এ নিদের্শনার বাইরে থাকবে। এছাড়া ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, হিসাবরক্ষণ কার্যালয় ও জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিসি সাবিনা ইয়াসমিন।

  • সর্বশেষ
  • পঠিত