ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

১৪ হাজার ৫০০ পরিবারকে ত্রাণ দিচ্ছে বাংলালিংক

১৪ হাজার ৫০০ পরিবারকে ত্রাণ দিচ্ছে বাংলালিংক

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক দেশব্যাপী চলমান করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ১৪ হাজার ৫০০ পরিবারকে ত্রাণ বিতরণ করবে। বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হবে।

প্রত্যেক পরিবারকে বাংলালিংক-এর পক্ষ থেকে প্রদান করা হবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, আধা কেজি সুজি, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ২টি সাবান।

বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “এই পরিস্থিতিতে বাংলালিংক দেশের মানুষকে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকেও সর্বাত্মক সহায়তা করছে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে তারা যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, ভবিষ্যতেও তারা এভাবেই মানুষের পাশে এসে দাঁড়াবে।”

মেজর জেনারেল সাজ্জাদুল হক, বিএসপি, এসইউপি, এএফডাব্লিউসি, পিএসসি, চেয়ারম্যান, বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা বলেন, “সংকটময় এই পরিস্থিতিতে দেশের মানুষকে বাংলালিংক-এর সেবা করার প্রতিজ্ঞা দেখে আমরা সত্যিই সন্তুষ্ট হয়েছি। চলমান সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর এখন আমাদের সাহায্যের প্রয়োজন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা সাফল্যের সাথে বর্তমানের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে সক্ষম হবো।”

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন,“করোনার প্রাদুর্ভাবের অর্থনৈতিক প্রভাবের কথা বিবেচনা করে আমরা এই পরিবারগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে অবদান রাখাকে আমরা নিজেদের একটি দায়িত্ব বলে মনে করি। বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি, সকলে মিলে নিরাপদে থেকে আমরা অচিরেই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো।”

ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু সংখ্যক উদ্যোগ গ্রহণ করেছে বাংলালিংক।

  • সর্বশেষ
  • পঠিত