ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২০, ১৮:১০

বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর আদাবর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

শুক্রবার দুপুরের দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় পোশাক কারখানার শ্রমিকরা।

একাধিক শ্রমিকের সাথে কথা বলে জানা গেছে, আদাবর এলাকায় শতাধিক এমব্রয়ডারি কারখানা রয়েছে। গত দুই মাস ধরে প্রায় সব কারখানায় বন্ধ রয়েছে কিন্তু তাদের বকেয়া তিন মাসের বেতন দিচ্ছেনা মালিক পক্ষ। তাদের সাথে যোগাযোগ করলেও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। অনেক কারখানা মালিকেরা ছেড়ে দিয়ে চলে গেছে। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছে শ্রমিকরা।

এমব্রয়ডারি কারখানায় কাজ করা রুবেল বলেন, আমরা এখানে প্রায় শতাধিক কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে আন্দোলন করছ। আমরা গত তিন মাস ধরে কোন বেতন পাচ্ছি না। যার ফলে বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুজ্জামান বাংলাদেশ জার্নালকে বলেন, শুক্রবার সকাল থেকেই শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেছে আদাবর থানার সামনে তবে কেউ কোনো অভিযোগ করেননি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত