ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

‘ঢাকার শ্রমিকদের দিয়েই পোশাক কারখানা চলবে’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২০, ২২:২৪

‘ঢাকার শ্রমিকদের দিয়েই পোশাক কারখানা চলবে’

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই পোশাক কারখানা চালু করা হচ্ছে। তবে বাইরে থেকে কোনো শ্রমিক নয়, শুধু ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়ে কারাখানা চালু করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (পোশাক কারখানার মালিকরা) প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছেন যে জনস্বার্থে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে, করোনাভাইরাসে যেন আরও অনেক সংখ্যক আক্রান্ত না হন, তাই (ঢাকার) বাইরে থেকে কোনো শ্রমিক আসবে না। ঢাকায় যেসব শ্রমিক অবস্থান করছেন তাদেরকে দিয়েই তারা কারখানা চালু করবেন। সেই ভাবেই তারা কারখানা খুলছেন।’

তিনি আরও বলেন, ‘কারখানা খুলতে গিয়ে তাদের (মালিকদের) কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা কী ধরনের অসুবিধা হতে পারে তা নিয়ে আজকে আমরা বসেছিলাম। কারাখানাগুলোতে শ্রমিকদের আসা-যাওয়ার প্রয়োজন হবে। অনেক বাস্তবতার মুখে তাদের পড়তে হবে। সেসব নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আমাদের আলোচনাটা অনির্ধারিত ও অফিসিয়াল ছিল না।’

সভায় ব্যবসায়ী নেতারা বলেন, ‘আমরা দূর-দূরান্ত থেকে কোনো শ্রমিক আনছি না। তারপরও বাস্তবতা হলো অনেকে চলে আসছেন। আমরা তাদের নিরুৎসাহিত করার চেষ্টা করছি। যারা এসেছে আমরা চাচ্ছি ঈদে তারা আবার গ্রামে ফিরে না যাক। ঈদে কীভাবে ছুটি দেওয়া হবে তা নিয়ে আমরা আরও একবার বসবো।’

৯৭ ভাগ কারখানায় মার্চের বেতন দেয়া হয়েছে। বাকিদেরও নির্ধারিত সময়ে বেতন দেয়ার নির্দেশ দেয়া হয় সভায়। এ ছাড়া সভায় শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, বিজিএমইএ সভাপতি রুবানা হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত