ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

‘হয় ত্রাণ দিন, না হয় গাড়ি চালাতে দিন’

  দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৩ মে ২০২০, ১৪:১১

‘হয় ত্রাণ দিন, না হয় গাড়ি চালাতে দিন’

ঢাকার নবাবগঞ্জ-পাড়াগ্রাম ভায়া হেমায়েতপুর ও কদমতলী সড়কে চলাচলরত সিএনজি চালকরা ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে।

রোববার বেলা ১২টায় উপজেলা প্রশাসন ভবন এলাকায় দাড়িয়ে ত্রাণের দাবিতে মানববন্ধন করে তারা।

এ সময় মানববন্ধনে উপস্থিত সিএনজি চালকরা বলেন, করোনাভাইরাসের কারনে সড়কে গণপরিবহন চালানো সরকাররিভাবে নিষেধ থাকায় তারা সিএনজি চালাতে পাড়ছেন না। এখন তাদের আয় বন্ধ। পরিবার ও ছেলে-মেয়ে নিয়ে কষ্টে জীবন যাপন করছেন।

তারা আরো বলেন, কোন জনপ্রনিধি তাদের খোঁজ-খবর নেয় না। উপজেলার প্রায় দেড়শ' সিএনজি চালক কোন সরকারি ও বেসরকারি ত্রাণ এখনো পাননি।

মানববন্ধনে সিএনজি চালক সুমন বলেন, আমরা গণমাধ্যমকর্মীদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের বাঁচান। আমরা অসহায় দরিদ্র নিএনজি চালক। হয় ত্রাণ দিন, না হয় গাড়ি চালাতে দিন সড়কে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু বলেন, তাদের বিষয়টি উপজেলার ১৪টি ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। সিএনজি চালকদের নিজ ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। পরে আমার কাছে আসলে আমি বিষয়টি দেখবো।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত