ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

প্রথমবারের মতো ভাসানচরে একদল রোহিঙ্গাকে স্থানান্তর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ মে ২০২০, ১৯:০৭  
আপডেট :
 ০৩ মে ২০২০, ১৯:৩৭

প্রথমবারের মতো ভাসানচরে একদল রোহিঙ্গাকে স্থানান্তর

নোয়াখালীর ভাসানচরে প্রথমবারের মতো একদল রোহিঙ্গাকে পাঠানো হয়েছে। বিবিসির প্রতিবেদনের এই তথ্য পাওয়া গেছে।

শনিবার রাতে রোহিঙ্গাদের ভাসানচরে পৌঁছানো হয়। ভাসানচরে পাঠানো রোহিঙ্গাদের সাগর থেকে উদ্ধার করা হয় বলে জানা গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়েরের বলেন, প্রাথমিকভাবে দলটিতে ২৮ জন রোহিঙ্গা আছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ওই রোহিঙ্গারা সাগরে নৌকায় ভাসমান ছিল। পরে তাদের উদ্ধার করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।

নাম প্রকাশ না করতে চেয়ে এক কর্মকর্তা জানান, ২৯ জন রোহিঙ্গাকে কক্সবাজার উপকূল থেকে কোস্টগার্ড উদ্ধার করে। তবে এখন যেহেতু করোনাভাইরাসের সংক্রমণ চলছে, এজন্যই তাদের ভাসানচরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্থানান্তর করা হবে।

তিনি জানান, তাদের যেহেতু এখন রোহিঙ্গা শিবিরে পাঠানো সম্ভব নয়, এজন্যই ভাসারন চরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে চাইছিল।

এদের মধ্যে ৫ জন শিশু, ১৯ জন নারী এবং ৫ জন পুরুষ। তবে এদের মধ্যে কেউ দালাল কিনা তা পরবর্তীতে অনুসন্ধান করে জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত