ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

ভৈরবের সেই এসিল্যান্ড’র করোনা জয়

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৫ মে ২০২০, ২২:০৪  
আপডেট :
 ০৬ মে ২০২০, ১২:৫২

ভৈরবের সেই এসিল্যান্ড’র করোনা জয়

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সহকারী কমিশনার, ভূমি (এসি ল্যান্ড) হিমাদ্রী খীসা। তিনি ভৈরবে দায়িত্ব পালন করতে গিয়ে গত মাসের ১৭ তারিখ করোনায় আক্রান্ত হন। তারপর থেকে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।

সোমবার রাতে এসি ল্যান্ডের করোনামুক্তির চূড়ান্ত রিপোর্ট আসে।

এর আগে করোনার সময় ভৈরবে সরকারি নির্দেশনা পালন করতে গিয়ে এই এসি ল্যান্ড গত ১৬ এপ্রিল অসুস্থতা অনুভব করলে তার নমুনা পরীক্ষা করান। পরদিন তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। এরপর তিনি ডাক্তারের পরামর্শে হোম কোয়ারেন্টিনে থাকেন।

এরই মধ্য গত ২৬ এপ্রিল ও ১ মে দুবার তার নমুনা পরীক্ষা করা হয়। দুটি রিপোর্টই নেগেটিভ আসে। গতকাল সোমবার শেষ রিপোর্টে করোনা নেগেটিভ আসলে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা মুক্ত ছাড়পত্র দেওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত