ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

কুয়াকাটায় ভুয়া ডিবি পরিচয় দানকারী যুবক আটক

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ০৯ মে ২০২০, ০২:৫৮  
আপডেট :
 ০৯ মে ২০২০, ০৩:০২

কুয়াকাটায় ভুয়া ডিবি পরিচয় দানকারী যুবক আটক

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ডিবি পুলিশ পরিচয় দানকারী রফিক (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সৈকতের ট্যুরিজম পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত রফিক বরিশাল সদরের কাজীপাড়া মহল্লার আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে সে কুয়াকাটায় আসে। ডিবি পুলিশসহ বিভিন্ন পরিচয় দিয়ে স্থানীয় দোকানদারদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। শুক্রবার দুপুরে এক চা দোকানীকে দোকান খোলা রাখার জন্য ভয়ভীতি দেখায়। পরে তার চলাফেরা ও আচারণ সন্দেহ হলে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। আটকের সময় ওই যুবকের কাছ থেকে অনেক গুলো চাবি, ১টি চাকু, ১টি কেচি, রশি, জাতীয় পরিচয় পত্রসহ একাধিক ব্যক্তির ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আটককৃত রফিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানষিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে বরিশাল সদর থানায় খোঁজখবর নেয়ার পাশাপাশি তার অভিভাবকদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত