ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

এবার করোনায় প্রাণ গেলো দুদক কর্মীর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২০, ১৭:৩৯  
আপডেট :
 ০৯ মে ২০২০, ১৭:৪৬

এবার করোনায় প্রাণ গেলো দুদক কর্মীর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতির দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমান মারা গেছে। শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ বলেন, খলিলুর রহমানের মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, খলিলুর রহমান বহু বছর ধরে দুদকে কাজ করছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার এই মৃত্যু দুঃখজনক।

এর আগে গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদক পরিচালক জালাল সাইফুর রহমান।

প্রসঙ্গত, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৩৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৭০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৮ জন। এদের সবাই পুরুষ। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২১৪-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩১৩ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪১৪ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত