ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

শেরপুরে আবাসন প্রকল্পের দুই শতাধিক ছিন্নমুল খাদ্য সংকটে

  শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২০, ১৫:৫৯

শেরপুরে আবাসন প্রকল্পের দুই শতাধিক ছিন্নমুল খাদ্য সংকটে

শেরপুরের ঝিনাইগাতীর ভারুয়া আবাসন প্রকল্পে বসবাসকারি ৪৫টি পরিবারের প্রায় দুই শতাধিক কর্মহীন মানুষের হাতে এখনও পৌঁছায়নি কোনো খাদ্য সহায়তা। ফলে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাছে ওই পরিবারগুলোর।

জানা গেছে, উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে ১৯৯০ সালে পাঁচ একর জমির উপর সরকার এ আবাসন প্রকল্পটি নির্মাণ করে। আর সেখানে ছিন্নমুল হিসেবে চিহিৃত একশটি পরিবার মাথা গোজার ঠাঁই পায়।

আবাসনের সাবেক সভাপতি শাহাবুল মিয়া বলেন, এখানে থাকার জায়গা পেলেও ব্যবস্থা করা হয়নি কর্মসংস্থানের। যে কারণে এখান থেকে ৫০টি পরিবার জীবিকার তাগিদে দেশের বিভিন্ন স্থানে চলে গেছে। বাকি ৫০টি পরিবারের নারী পুরুষ ও শিশুসহ দুই শতাধিক লোকের বসবাস এ আবাসনে।

আবাসনের বাসিন্দা বুদু মিয়া জানান, তারা সবাই খেটে খাওয়া শ্রমজীবি। একদিন কাজে না গেলে তাদের ঘরে চুলা জ্বলে না। করোনার কারণে এক মাসেরও অধিক সময় ধরে তারা কর্মহীন। ফলে প্রতিটি পরিবারের ঘরে দেখা দিয়েছে খাদ্যের অভাব। এছাড়া কর্মহীন থাকায় পরিবারের সদস্যদের ভরণ পোষণ করতে না পেরে তারা এখন দিশেহারা। অনাহারে দিন কাটছে তাদের। কিন্তু এখন পর্যন্ত তাদের ভাগ্যে জুটেনি সরকারি কোনো সাহায্য সহযোগিতা।

অন্যদিকে ওই আবাসন প্রকল্পে বসবাসকারি ৯টি পরিবারকে পাঁচ কেজি করে চাল দেয়ার কথা জানিয়েছেন নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা।

এ প্রসঙ্গে আবাসনের সভাপতি ফজল হক জানিয়েছেন ভিন্ন কথা। তিনি জানান, এ পর্যন্ত পাঁচটি পরিবার চাল পেলেও বাকিরা পায়নি কিছুই।

তিনি বলেন, আবাসনের ঘরগুলো এখন বসবাসের অনুপযোগী। নেই নলকূপের ব্যবস্থা। তাই অন্য গ্রাম থেকে খাবার পানি সংগ্রহ করে আনতে হচ্ছে। তাদের খোঁজ খবর নেয়ার কেউ না থাকায় অভাব অনটন আর দুঃখ দুর্দশা আবাসনের বাসিন্দাদের এখন নিত্য দিনের সঙ্গী।

এ সম্পর্কে জানতে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহামুদের মোবাইলে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত