ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ভারত থেকে রেলপথে পেঁয়াজ আমদানি শুরু

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২০, ১৬:১৫

ভারত থেকে রেলপথে পেঁয়াজ আমদানি শুরু

করোনাভাইরাসের কারণে ভারত-বাংলাদেশ রেলপথে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আবার শুরু হয়েছে।

শনিবার বিকালে মালবাহী ওয়াগন নিয়ে ভারতের নদীয়া জেলার গেদে বর্ডার দিয়ে দর্শনা আর্ন্তজাতিক রেলবন্দরে প্রথম পেঁয়াজবাহী একটি ট্রেন প্রবেশ করে।

রোববার দুপুরে আমদানিকৃত পেঁয়াজ দর্শনা রেলবন্দরেই আনলোড হয়ে এখান থেকেই দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে প্রেরণ করা হচ্ছে।

স্থানীয় সিএন্ডএফ এজেন্ট রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরার খালিদ হাসান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্র থেকে এই পেঁয়াজ আমদানি করেছে। ভারতীয় পশ্চিম বাংলার রপ্তানিকারক প্রতিষ্ঠান আরকে এন্টারপ্রাইজ মালদহ থেকে এই ট্রেন লোড দেয়। প্রথম চালানে ৪২টি ওয়াগনে ২৩ হাজার ২৪৩টি বস্তায় ১ হাজার ৪৫ দশমিক ২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত