ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

করোনাজয়ী চিকিৎসকদের শুভেচ্ছা জানালো সহকর্মীরা

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২০, ২১:২৩

করোনাজয়ী চিকিৎসকদের শুভেচ্ছা জানালো সহকর্মীরা

নড়াইলের লোহাগড়ায় করোনামুক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগের ছয়জনকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। উৎসাহ দিতেই রোববার উপজেলা স্বাস্থ্য বিভাগ এ আয়োজন করা হয়। আক্রান্ত সকলেই এখন করোনামুক্ত। নতুন কোন করোনা শনাক্ত হওয়া রোগীও নেই।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যার বিএম কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ব্দুল্লাহ আল মামুনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান করোনামুক্ত হওয়ায় ডাক্তার মো. শরিফুল ইসলাম, ডাক্তার মো. খালিদ সাইফুল্লাহ, ডাক্তার নাইমা আলী শান্তা, ডাক্তার মো. মুকুল হোসেন (স্যাকমো), মো. শরিফুল ইসলাম (ডেন্টাল টেকনোলজিস্ট), মো. কবির হোসেনকে (ইপিআই ভ্যাকসিন পোর্টার) করোনামুক্ত ঘোষণা করেন এবং ফুলেল শুভেচ্ছা দেন।

আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, লোহাগড়া উপজেলা আপাতত করোনামুক্ত। ডাক্তারসহ সাধারণ মানুষ যারা পূর্বে করোনায় আক্রান্ত ছিলেন নতুন টেস্টে তারা সকলেই এখন করোনা নেগেটিভ। আবার নতুন আক্রান্ত কোন রোগীও নেই।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান বলেন, কোন ভয় নয়, সচেতন থাকতে হবে। করোনা নিয়ে উৎকণ্ঠিত হবার কিছু নেই। আমরা করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে সুস্থ করেছি। তিনি সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান।

সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরতদের করোনামুক্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,গত ২২ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ডাক্তার শরিফুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, নাইমা আলী শান্তা, মুকুল হোসেন, শরিফুল ইসলাম, কবির হোসেনের করোনা সন্দেহে নমুনা টেস্ট পাঠালে পজিটিভ আসে। এরপর নমুনা টেস্টে পাঠালে ২৬ এপ্রিল রিয়াজ হাওলাদার ও মোজাম খানের করোনা পজিটিভ আসে। এক-দুসপ্তাহ পরে আক্রান্ত ওই ৬ জনের নমুনা টেস্টের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ১০ মে সকলেরই করোনা নেগেটিভ এসেছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত