ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শতাধিক বসতি পুড়ে ছাই

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২০, ০৪:২২  
আপডেট :
 ১৩ মে ২০২০, ০৪:২৭

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শতাধিক বসতি পুড়ে ছাই
ছবি- সংগৃহীত

কক্সবাজারের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ শতাধিক বসতি পুড়ে গেছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে সাড়ে ৩ শত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

ভয়াবহ এ অগ্নিকান্ডে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

উখিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ইমদাদুল হক জানান, সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রোহিঙ্গাদের ব্যবহৃত গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার সকালে কুতুপালং এর পাশে লম্বাশিয়া ক্যাম্পে বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বসতিগুলোতে। প্রাথমিকভাবে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারনা করছেন তারাও।

অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামশুদ্দোজা নয়ন বলেন, প্রাথমিকভাবে ৩১২টি বসতবাড়ি পুড়ে গেছে বলে চিহ্নিত করা হয়েছে।

জাতিসংঘে শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র লুইস ডনোভান জানিয়েছেন, সরকার ও সহযোগী সংগঠনগুলোর সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত