ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বকেয়া বেতনের দাবিতে মোচিকের এমডি অবরুদ্ধ

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২০, ২১:২৬

বকেয়া বেতনের দাবিতে মোচিকের এমডি অবরুদ্ধ

বকেয়া এরিয়া বিল ও বেতনসহ বোনাসের দাবিতে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের (মোচিকের) এমডিকে অবরুদ্ধ করেছে কারখানার শ্রমিকরা।

বুধবার মিলের কারখানা গেটে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবীরকে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা। এরপর এমডি বিল প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সদস্য ও কারখানা শ্রমিক বাবুল আক্তার জানান, ২০১৫ সালের জুলাই মাস থেকে আজ পর্যন্ত জাতীয় মজুরি কমিশনের ঘোষিত এরিয়া বিলের টাকা তারা আজো পায়নি। বারবার প্রধান কার্যালয়ে যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি।

তিনি জানান, গত দুই মাসের বেতন ও ঈদ বোনাস এখনও পরিশোধ করেনি মিল কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে কারখানার শ্রমিকরা এমডিকে অবরোধ করে তাদের দাবির কথা জানান।

অবরোধকালে আরো উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফজের আলী ও মশিয়ার রহমানসহ ইউনিয়নের অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবীর শ্রমিকদের অবরোধের কথা অস্বিকার করে বলেন, বকেয়া টাকার দাবিতে সকালে কারখানার শ্রমিকরা তার কাছে এসেছিল। কিন্তু বর্তমানে মিলের ফান্ডে এখন টাকা সংকট। মিলের চিনি বিক্রির পর শ্রমিকদের বিল দেয়ার আশ্বাস দিলে তারা চলে যান বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত