ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

মেয়াদোত্তীর্ণ-ভেজাল ওষুধ বিক্রি, তিনজন কারাগারে

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২০, ২০:২১

মেয়াদোত্তীর্ণ-ভেজাল ওষুধ বিক্রি, তিনজন কারাগারে

টাঙ্গাইলে অননুমোদনহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও প্রেকসিকশন ছাড়া 'লোপেন্টা' বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা ও তিন জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নার্গীস আক্তারসহ আইনশৃংঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।

ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম বলেন, প্রেকসিকশন ছারা লোপেন্টা বিক্রির অভিযোগে ওভেজাল ও মেয়াদোত্তীর্ণ রাখায় ঔষধ আইন ১৯৪০ এর ১৮/২৭ ধারায় তাদের জরিমানা করা হয়। এ ছাড়া ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংশ করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত