ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

করোনা চিকিৎসায় ১৯ দিনে হাসপাতাল তৈরি করেছি: আনোয়ার খান

করোনা চিকিৎসায় ১৯ দিনে হাসপাতাল তৈরি করেছি: আনোয়ার খান

করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য মাত্র ১৯ দিনে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ২০০ বেডের করোনা হাসপাতাল তৈরি করেছে বলে জানিয়েছেন হাসপাতালটির চেয়ারম্যান ও সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

শনিবার আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত ২০০ বেডের করোনা ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে করোনা আক্রান্তদের জন্য হাসপাতাল তৈরি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জনান।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনার চিকিৎসার জন্য কী কী সুবিধা দেয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন খান বলেন, ‘করোনার চিকিৎসার জন্য বর্তমান প্রেক্ষাপটে সারাবিশ্বে যেভাবে চিকিৎসা দেয়া হয়, আমরা সেই আয়োজন নিয়েই এই হাসপাতালটি তৈরি করেছি। মাত্র ১৯ দিনে এই হাসপাতালটি তৈরি করা হয়েছে। এখানে আইসিইউ থেকে শুরু করে কোয়ারেন্টিনও আছে। করোনা রোগীদের যতগুলো টেস্ট দরকার তার সবকিছুই এখান থেকে করা যাবে।’

তিনি বলেন, ‘জাতির এই দুর্যোগে আমরা মানুষের সঙ্গে থাকতে চাই। আমরা মানুষের সাথে কাজ করতে চাই। করোনাভাইরাসকে জয় করতে চাই। রোগীদের সেবা দিয়েই আমরা এই সফলতা পেতে চাই। সুতরাং সেবার মধ্য দিয়ে আমরা করোনাভাইরাসকে প্রতিহত করবো এবং জয় করবো।’

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আরও বলেন, ‘এখানে উন্নত চিকিৎসা হবে। এখানে সকল শ্রেণির চিকিৎসকও আছেন। এমনকি এখানে তিন বেলার খাবারও আলাদা জায়গা থেকে তৈরি করে দেয়া হবে।’

চিকিৎসার ব্যয় কেমন হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন খান বলেন, ‘আমরা প্রাথমিক অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে কোনো খরচ নেবো না। এটা মন্ত্রণালয় এবং আমরা যৌথ উদ্যোগে করেছি। সুতরাং এখানে প্রাথমিকভাবে খরচের ব্যাপারে আমরা চিন্তা করছি না।’

এসময় তিনি আরো জানান, আমাদের কোভিড ইউনিটে গণমাধ্যমকর্মীদের জন্য ১০ সিট বরাদ্দ রয়েছে। কোনো গণমাধ্যমকর্মী আক্রান্ত হলে আমাদের এখানে চিকিৎসা সেবা নিতে পারবেন।

‘বর্তমানে সরকারি হাসপাতালগুলো যেভাবে চিকিৎসা দিচ্ছে, ঠিক সেইভাবে এই হাসপাতালেও চিকিৎসা দেয়ার জন্য ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। তাছাড়া আমরা টাকার জন্য এই হাসপাতাল তৈরি করিনি। জীবন বাঁচাতে এবং মানবিক কর্মী হিসেবে মানুষের পাশে আমরা থাকতে চাই’ বলেও জানান আনোয়ার হোসেন খান।

বাংলাদেশ জার্নাল/কেএস/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত