ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

মহাসড়ক অবরোধ করে ত্রাণ বঞ্চিতদের বিক্ষোভ

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২০, ১৬:১৩

মহাসড়ক অবরোধ করে ত্রাণ বঞ্চিতদের বিক্ষোভ

ত্রাণের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ত্রাণ বঞ্চিতরা। মহাসড়ক অবরোধের ফলে রাস্তার দু'পাশে সৃষ্টি হয় তীব্র যানজট।

শনিবার সকাল ১০টা থেকে দিনাজপুর-রংপুর মহাসডকের সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের বটতলী ট্রাক র্টামিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তরা।

পশ্চিম শিবরামপুর, গোসাইপুর, নয়নপুর ও বডাইল গ্রামের কয়েকশ' নারী-পুরুষ একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে।

ঘটনাস্থলে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাগফারুল হাসান আব্বাসী ও সদর সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান আন্দোলনরতদের বোঝানোর চেষ্টা করছেন।

ত্রাণ বঞ্চিতরা জানান, ১ নং চেহেলগাজী ইউনিয়নের ১ নং ওয়াার্ডের হানিফ মেম্বার এনআইডি কার্ড ছবি জমা দিলেও ইউনিয়ন পরিষদ থেকে কোন ধরনের ত্রাণ বিতরণ করেননি। ইউনিয়নের বেশিরভাগ লোক ইজিবাইক চালায়। দিনে কয়েক ঘণ্টা ইজিবাইক চালিয়ে যা আয় হয়, তা ইজিবাইকের মালিককে দিতে হয়।

তারা বলেন, আমাদের ভাগ্যে কিছু থাকে না। আমরা কিভাবে চলব। আমাদের বাড়িতে কোন খাবার নাই। আমরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছি। এখন শেষ ভরসা যদি সরকার আমাদেরকে কিছু দেয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত