ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

করোনায় কোথাও থাকতে না পেরে পলাতক আসামিরা গেলো থানায়!

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২০, ১৬:৫৩

করোনায় কোথাও থাকতে না পেরে পলাতক আসামিরা গেলো থানায়!

নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে একটি হত্যা মামলায় মামলায় ২১ আসামি থানায় আত্মসমর্পণ করেছে।

শনিবার দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৩ মার্চ রাতে সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে শাফিয়ার মোল্যা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। কামালপ্রতাপ বাজারের খুরশীদের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাফি ওই গ্রামের বজলু মোল্যার ছেলে।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় নিহতের ভাই সোহাগ মোল্যা বাদী হয়ে ২৯ জনসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা করেন। আসামিরা দীর্ঘদিন পলাতক থাকায় বর্তমান করোনা পরিস্থিতিতে কোথায় অবস্থান করতে পারছিলো না। এছাড়া পুলিশের প্রতি বিশ্বাস ও আস্থার সম্পর্ক সৃষ্টি হওয়ায় এর মধ্যে ২১ জন আসামি সকালে নড়াইল সদর থানায় হাজির হয়।

সদর থানা পুলিশ ও ডিবি তাদের হেফাজতে নিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত