ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বাংলাদেশের জন্য ৩২ কোটি ডলার সহায়তা চেয়েছে ডব্লিউএফপি

বাংলাদেশের জন্য ৩২ কোটি ডলার সহায়তা চেয়েছে ডব্লিউএফপি

জাতিসংঘ শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছে, গত ৫০ বছরে বাংলাদেশ যে উন্নয়ন অর্জন করেছে করোনার নেতিবাচক প্রভাবে তা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ অবস্থায় দেশের চরম ক্ষতিগ্রস্ত, দু:স্থ এবং আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা জনগোষ্ঠির জন্য ৩২ কোটি ডলারের জরুরি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি আরও বলেছে, আগামী ৬ মাস সময়কালের জন্য বাংলাদেশের ওই সাহায্যের প্রয়োজন হবে।

আন্তর্জাতিক সহায়তার ৩২ কোটি ডলারের ২০ কোটি ডলার ব্যয় করা হবে করোনার প্রভাবে চরমভাবে ক্ষতিগ্রস্থ বাংলাদেশি জনগণের জন্য। বাকি ১২ কোটি ডলার আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত