ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

শিগগিরই ৫০০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ হবে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২০, ২৩:৫০

শিগগিরই ৫০০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ হবে
ফাইল ছবি

মহামারির মধ্যে স্বাস্থ্যসেবা খাতকে আরো গতিশীল করতে শিগগিরই পাঁচ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ২ হাজার শয্যার অস্থায়ী হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, মাত্র ১০ দিনের মধ্যে ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। চিকিৎসা খাতকে আরো শক্তিশালী করতে আরো নতুন অন্তত ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই এই টেকনোলজিস্টদের নিয়োগ দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী, বাংলাদেশে এক লাখ ২৮ হাজার ৭৫ জন মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, সেখানে কাজ করছেন পাঁচ হাজার ১৮৪ জন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত