ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

করোনায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২০, ১৯:৪০

করোনায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মাহাবুব এলাহী নামের (৪১) সোনালী ব্যাংকের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ঢাকার মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের (লোকাল অফিস) সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন।

তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর কুমিল্লার বাড়িতে গিয়ে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

তিনি বলেন, ঢাকা থেকে ফেরার পর কুমিল্লা শহরের পুরাতন মৌলভীপাড়া এলাকায় দিঘীর উত্তর পাড়ে নিজের বাড়িতেই ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা মাহাবুব। শনিবার কুমিল্লা সদর হাসপাতালে তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রোববার রাতে তিনি নিজের বাড়িতে মারা যাওয়ার পর আজ তার ফলাফল আমরা পেয়েছি। তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন।

সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) জাকির হোসেন বলেন, সপ্তাহ খানেক আগে জ্বর-শর্দি কাশি হলে মাহাবুব এলাহী ছুটি নিয়ে কুমিল্লায় গ্রামের বাড়িতে চলে যান। রোববার রাত সাড়ে ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয়। মারা যাওয়ার চার ঘণ্টা আগে উনি ফেইসবুকে পোস্ট দিয়ে বলেছিলেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত