ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২০, ১৮:১৭

ফরিদপুরে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

ফরিদপুরে এ পর্যন্ত একদিনের সংখ্যা হিসেবে সর্বোচ্চ ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস সূত্র এ তথ্য জানিয়েছে। এ খবরে সাধারণ মানুুুুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আক্রান্তের সংখ্যার দিক দিয়ে জেলার আলফাডাঙ্গায় সর্বোচ্চ ১৩ জন শনাক্ত হয়। এছাড়া নগরকান্দায় ৬ জন, বোয়ালমারীতে ৫ জন, সদরপুরে ১ জন, ভাঙ্গায় ৩ জন, ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসকসহ ৫ জন ও ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩ স্টাফসহ ৬ জন রোগি শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ জেলায় এ পর্যন্ত ১০৭ জন রোগির করোনা শনাক্ত হলো।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৮টায় উপজেলার চৌরাস্তা এলাকায় একজন পাগল মারা যায়। পরে তারা পাগলটির নমুনা সংগ্রহ করে পাঠালে তারও করোনা পজিটিভ এসেছে।

সে পুরো আলফাডাঙ্গা ঘুরে বেড়িয়েছে বলে জানায় স্থানীয়রা। এ নিয়ে মোট ১৮ জন করোনা রোগী আক্রান্ত হলো আলফাডাঙ্গাতে। পাগল ১ জন, বাজড়া এলাকায় ৫ জন, কুচিয়াগ্রাম এলাকায় ৫, চান্দড়া এলাকায় ১ ও নওয়াপাড়া এলাকায় ১ জন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান জানান, ফরিদপুরে বুধবার নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৭ জনে। আমরা এখন আক্রান্তদের বাড়িগুলোকে লকডাউনসহ করোনার যে নিয়ম রয়েছে সেগুলো গ্রহণ করবো।

এদিকে জেলায় একদিনে এতো বিপুল সংখ্যক রোগি করোনায় শনাক্ত হওয়ায় সর্ব সাধারণের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত