ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

আঘাত হেনেছে বিধ্বংসী আম্পান, দেখুন সরাসরি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২০, ২০:১০  
আপডেট :
 ২০ মে ২০২০, ২০:২১

আঘাত হেনেছে বিধ্বংসী আম্পান, দেখুন সরাসরি

অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশে আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে দেশে বিভিন্ন স্থানে জলোচ্ছ্বাস ও বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। ঝড়টি মংলা ও সুন্দরবন অতিক্রম করছে। এর আগে ঘূর্ণিঝড়টি বিকাল ৫টার দিকে উপকূলের বাংলাদেশ অংশে পৌঁছে। ভারতের সাগরদ্বীপের পাশ দিয়ে সুন্দরবন ঘেঁষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ভূভাগে উঠে আসছে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ঘূর্ণিঝড় আম্পান বিকাল ৫টার দিকে উপকূলের বাংলাদেশ অংশে পৌঁছেছে। ভারতের সাগারদ্বীপের পাশ দিয়ে সুন্দরবন ঘেঁষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ভূভাগে উঠে আসছে। ওই সময় এর কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার, যা দমকা বা ঝেড়ো হাওয়ার আকারে ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

যে ১৪ জেলায় তাণ্ডব চালাবে সুপার সাইক্লোন ‘আম্পান’

ঘূর্ণিঝড় আম্পানের ব্যস প্রায় ৪০০ কিলোমিটার জানিয়ে মান্নান বলেন, পুরোপুরি স্থলভাবে উঠে আসতে ৬ থেকে ৮ ঘণ্টা লাগতে পারে। এর প্রভাবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে

এখানে ক্লিক করে সরাসরি দেখুন প্রলয়ঙ্ককারী ঘূর্ণিঝড় আম্পানের অবস্থান

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত