ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

‘নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২০, ১৬:৩৬  
আপডেট :
 ২১ মে ২০২০, ১৬:৪১

‘নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে’

করোনা মোকাবিলায় বাইরে বের হলে নিয়মিতভাবে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘নিজেকে সুরক্ষিত রাখার জন্য জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মিতভাবে মাস্ক ব্যবহার করতে হবে।’

নাসিমা বলেন, ‘পরিবারের সবাই যেন মাস্ক ব্যবহার করে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। নিয়মিতভাবে সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যেখানে জনসমাগম বেশি, সেসব জায়গায় যেন আমরা না যাই। এ কাজগুলো আসলে খুবই সহজ। এই সাধারণ কাজগুলো করেই নিজেকে সুরক্ষিত রাখতে পারি।’

আরও পড়ুন: একদিনে সর্বোচ্চ মৃত্যু ২২, সর্বোচ্চ আক্রান্ত ১৭৭৩

তরল খাবার ও পানি বেশি করে খাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমরা তরল খাবার ও পানি বেশি করে খাব। বিশেষ করে ইফতারের পরে তরল খাবার ও পানি যেন বেশি করে পান করি। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন, টাটকা শাকসবজি, ফলমূল– এগুলো বেশি করে খাদ্য তালিকায় রাখি। প্রোটিনও রাখতে হবে। কারণ প্রোটিন হলো- জিঙ্কের ভালো উৎস। জিঙ্ক সমৃদ্ধ খাবার যেন আমরা খাই। ডাল জাতীয় খাবারের মধ্যে প্রোটিনের উৎস আছে। আমরা ডাল জাতীয় খাবারও বেশি করে খেতে পারি। খাবার তালিকায় যেন সম্মিলিতভাবে শর্করা, প্রোটিন, চর্বি বা ফ্যাট থাকে। সম্মিলিত খাদ্য বা আদর্শ খাদ্য যেন আমরা গ্রহণ করার চেষ্টা করি।’

নিয়মিতভাবে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এতে আমাদের শরীরের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং নিজেরাও শারীরিকভাবে ভালো থাকব। নিজের মনোবলকে সবসময় চাঙা রাখা। আক্রান্ত হই বা না হই, সবাইকে আমরা বাড়িতে থাকার জন্য উপদেশ দিচ্ছি। এই পরিস্থিতিতে আমরা যেন মনোবল চাঙা রাখি। মানসিকভাবে উজ্জীবিত থাকি। আর দীর্ঘদিন ধরে যারা অসুখে ভুগছেন, তাদের প্রতি যেন আমরা বিশেষভাবে খেয়াল রাখি। উচ্চ রক্তচাপ, ক্যানসার, ফুসফুসে সমস্যা, হাঁপানি বা শ্বাসকষ্ট, তারা বিশেষভাবে এইসব নিয়মনীতি মেনে চলবেন। তাহলেই আপনারা ভালো থাকবেন, নিজে সুরক্ষিত থাকবেন।’

আরও পড়ুন: ২০ মে করোনায় আক্রান্ত ১৬১৭, মৃত্যু ১৬

আজকের হেলথ বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ২৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ১৪ হাজার ১১৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২২ জন। এদের ১৯ জন পুরুষ, তিনজন নারী। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হ‌য়েছেন আরও ৩৯৫ জন। এ নি‌য়ে সুস্থ হ‌য়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৬০২ জ‌নে।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত