ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

রিপোর্ট আসার আগেই করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

  গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২০, ১৪:৫০

রিপোর্ট আসার আগেই করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনার উপসর্গ নিয়ে সুদর্শন দেবনাথ (৩৮) নামক এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত সুদর্শন দেবনাথ গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর গ্রামের নিবারন দেবনাথের ছেলে। তিনি গোবিন্দগন্জ বাজারের ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, গত ১৫ মে থেকে জ্বর, সর্দি-কাশিতে অসুস্থ হয়ে পরলে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠিয়ে দেয়। নমুনার রিপোর্ট আসার আগে ২২ মে সকালে শ্বাস-প্রশ্বাসজনিত কারণে অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান জানান, যেহেতু সে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন, তাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গোবিন্দগঞ্জ থানা পুলিশ সকাল ১১টার দিকে তার নিজ গ্রামে দাহ করে। তার পরিবারের সদস্য ও তার সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারান্টাইনে নেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত